সুনামগঞ্জের ১৭ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক


মে ৩০, ২০২০
০৮:৪৯ পূর্বাহ্ন


আপডেট : মে ৩০, ২০২০
০৯:৪২ পূর্বাহ্ন



সুনামগঞ্জের ১৭ জনের করোনা শনাক্ত

সুনামগঞ্জে ১৭ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। 

আজ শুক্রবার (২৯ মে) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) পিসিআর ল্যাবে পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়। বিশ্ববিদ্যালয়ের জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক জিয়াউল ফারুক জয় বিষয়টি নিশ্চিত করেছেন। 

সিলেট মিররকে তিনি বলেন, শুক্রবার বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ১৮৮ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তরা সুনামগঞ্জ জেলার বাসিন্দা।

এদিকে প্রাণঘাতী করোনাভাইরাসে র‍্যাপিড একশন ব্যাটালিয়ন-র‍্যাব-৯ এর ১৩ সদস্য আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। এই প্রথম র‍্যাব-৯ এর কোন সদস্য করোনা আক্রান্ত হলেন। 

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৯–এর অতিরিক্ত পুলিশ সুপার মো. সামিউল আলম সিলেট মিররকে জানান, শুক্রবার (২৯ মে) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষার পর তাদের রিপোর্ট পজিটিভ আসে।

তিনি বলেন, আমাদের ১৩ সদস্য করোনা আক্রান্ত হয়েছেন। তবে তাদের তেমন উপসর্গ নেই।