বিশ্ববিদ্যালয়ের ছুটি ১৫ জুন পর্যন্ত বেড়েছে: ইউজিসি

সিলেট মিরর ডেস্ক


মে ৩০, ২০২০
০৮:২৭ পূর্বাহ্ন


আপডেট : মে ৩০, ২০২০
০৮:২৭ পূর্বাহ্ন



বিশ্ববিদ্যালয়ের ছুটি ১৫ জুন পর্যন্ত বেড়েছে: ইউজিসি

 

দেশের সকল পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয় ছুটি আগামী ১৫ জুন পর্যন্ত বৃদ্বি করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। সরাসরি সাক্ষাৎ ও সভা এড়িয়ে অনলাইনের মাধ্যমে সকল কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য বিশ্ববিদ্যালয়গুলোকে আহ্বান জানিয়েছে ইউজিসি। 

আজ শুক্রবার (২৯ মে) ইউজিসির ওয়েবসাইটে প্রকাশিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানিয়েছে।  

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, নবেল করোনাভাইরাস থেকে সুরক্ষার স্বার্থে আগামী ১৫ জুন পর্যন্ত দেশের সকল বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। তবে বিশ্ববিদ্যালয় বন্ধের মধ্যে অনলাইনে পাঠদান কার্যক্রম পরিচালনা করতে বলা হয়েছে। পাশাপাশি ইউজিসির প্রদত্ত শর্তসমূহ অনুসরণ করে বেসরকারি বিশ্ববিদ্যালয় পরীক্ষা আয়োজন করা যাবে বলেও উল্লেখ করা হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক নির্দেশিত সামাজিক দূরত্বসহ সকল স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণের লক্ষ্যে সকল পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সকলকে ইউজিসি কর্তৃপক্ষের সাথে সাক্ষাত ও সরাসরি সভার পরিবর্তে ভার্চুয়াল সভা, পত্র যােগাযােগ এবং ই-মেইলের মাধ্যমে প্রয়ােজনীয় কার্যক্রম সম্পাদনের জন্য অনুরোধ জানানো হয়েছে।

 

আরসি-০১/