করোনাভাইরাসে আক্রান্ত পুলিশের সংখ্যা সাড়ে ৪ হাজার ছাড়াল

সিলেট মিরর ডেস্ক


মে ৩০, ২০২০
০৭:০২ পূর্বাহ্ন


আপডেট : মে ৩০, ২০২০
০৭:০২ পূর্বাহ্ন



করোনাভাইরাসে আক্রান্ত পুলিশের সংখ্যা সাড়ে ৪ হাজার ছাড়াল

ঊর্ধ্বতন কর্মকর্তাসহ করোনাভাইরাসে আক্রান্ত পুলিশ সদস্যের সংখ্যা চার হাজার ৫৪৪ জনে উন্নীত হয়েছে, যাদের মধ্যে মোট ১৫ জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার পুলিশ সদর দপ্তরের এ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাসে আক্রান্ত পুলিশ সদস্যের প্রতি ৩ জনে ১ জন সদস্য করোনাভাইরাস থেকে সুস্থ হচ্ছেন। এখন পর্যন্ত পুলিশের এক হাজার ৫৬৩ জন সদস্য সুস্থ হয়েছেন।  সুস্থ হওয়া বেশির ভাগই কাজে যোগ দিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‌পুলিশ প্রধান বেনজীর আহমেদের ঐকান্তিক প্রচেষ্টা ও নির্দেশনায় আক্রান্ত পুলিশ সদস্যদের সুচিকিৎসা ও সর্বোত্তম সেবা নিশ্চিত করায় সুস্থতার হার যেমন বাড়ছে, তেমনি নতুন করে সংক্রমণের সংখ্যা কমছে।

কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল ছাড়াও রাজধানীতে একটি বেসরকারি হাসপাতাল ভাড়া নিয়ে কোভিড ১৯ আক্রান্ত পুলিশ সদস্যদের চিকিৎসা চলছে। এই দুই হাসপাতালে ২৫০ করে মোট ৫০০ বিছানা রয়েছে। এছাড়াও বিভাগীয় পর্যায়ে বিভিন্ন হাসপাতালে করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের চিকিৎসা চলছে।

বিএ-০৮