চলে গেলেন ভারতীয় কথাসাহিত্যিক দেবেশ রায়

নিজস্ব প্রতিবেদক


মে ১৫, ২০২০
১১:৩৩ পূর্বাহ্ন


আপডেট : মে ১৫, ২০২০
১২:০৪ অপরাহ্ন



চলে গেলেন ভারতীয় কথাসাহিত্যিক দেবেশ রায়

ছবি : দীপঙ্কর দাশ

চলে গেলেন ভারতীয় প্রখ্যাত কথাসাহিত্যিক ও প্রাবন্ধিক দেবেশ রায়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪। গতকাল বৃহস্পতিবার রাত ১০টা ৫০ মিনিটে কিংবদন্তিতুল্য এই সাহিত্যিকের মৃত্যু হয়। 

তাঁর মৃত্যুতে কলকাতাসহ বাংলা সাহিত্যের অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। ১৯৩৬ সালের ১৭ ডিসেম্বর বর্তমান বাংলাদেশের পাবনা জেলার বাগমারা গ্রামে জন্মগ্রহণ করেছিলেন।

গত বুধবার তাঁকে ডিহাইড্রেশানজনিত সমস্যার কারণে তেঘরিয়া অঞ্চলের উমা নার্সিং হোমে ভর্তি করা হয়েছিল। দীর্ঘদিন ধরেই তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। অবস্থার উন্নতি না হওয়ায় চিকিৎসকেরা তাঁকে গতকাল বৃহস্পতিবার ভেন্টিলেশনে নিয়েছিলেন। শেষ পর্যন্ত চিকিৎসকদের সকল প্রচেষ্টা ব্যর্থ করে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুর কিছুদিন আগে দেবেশ রায় ‘সিলেট মিরর’-এর প্রকাশিতব্য ঈদসংখ্যার জন্য ‘নিজের স্বপ্নপুুরুষের সঙ্গে কয়েক জন্মের তফাতে জুলেখার মিলন’ শীর্ষক একটি অপ্রকাশিত উপন্যাসের পান্ডুলিপি দিয়েছিলেন। যদিও করোনাভাইরাসের কারণে চলতি বছর এ ঈদসংখ্যাটি প্রকাশিত হচ্ছে না। 

দেবেশ রায় ১৯৭৯ সাল থেকে এক দশক ‘পরিচয়’ নামের একটি পত্রিকা সম্পাদনার সঙ্গে যুক্ত ছিলেন। তাঁর প্রথম উপন্যাস ‘যযাতি’। এ ছাড়া ‘মানুষ খুন করে কেন’, ‘মফস্বলি বৃত্তান্ত, ‘সময় অসময়ের বৃত্তান্ত’, ‘তিস্তাপারের বৃত্তান্ত’, ‘লগন গান্ধার’, ‘বরিশালের যোগেন মন্ডল’-সহ অসংখ্য উপন্যাস, গল্প ও প্রবন্ধের বই প্রকাশিত হয়েছে। ‘তিস্তাপারের বৃত্তান্ত’ উপন্যাসের জন্য তিনি ১৯৯০ সালে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ সাহিত্য সম্মান সাহিত্য আকাদেমি পুরস্কারে সম্মানিত হন।

জানা গেছে, দীর্ঘদিন ধরেই কিংবদন্তিতুল্য এই সাহিত্যিক অসুস্থ ছিলেন। ভার্টিগোজনিত সমস্যার কারণে শারীরিক ভারসাম্য অভাবেও ভুগছিলেন তিনি। পশ্চিমবঙ্গের উত্তর শহরতলির বাগুইআটির বাসিন্দা এই সাহিত্যিক ছাত্র জীবন থেকেই রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়েছিলেন। একসময় ট্রেড ইউনিয়নের সঙ্গেও যুক্ত ছিলেন।  তাঁর জীবনের একটা বড় অংশ কেটেছে উত্তরবঙ্গে।

এএন/বিএ-০৪