নিজস্ব প্রতিবেদক
মে ১১, ২০২০
১১:০৯ অপরাহ্ন
আপডেট : মে ১১, ২০২০
১১:০৯ অপরাহ্ন
গতকাল রবিবার সকাল ৮টা থেকে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে নতুন করে আরও ৮৭ জনকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এর মধ্যে সিলেট জেলায় ৪৮ জন, সুনামগঞ্জে ২৬ জন ও মৌলভীবাজারে ১৩ জন।
নতুন করে কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র পেয়েছেন ১২৭ জন। এর মধ্যে সিলেটে ৫ জন, সুনামগঞ্জে ৭৪ জন, হবিগঞ্জে ১৬ জন ও মৌলভীবাজারে ৩২ জন।
স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান সিলেট মিররকে জানান, গত ১০ মার্চ থেকে সিলেট বিভাগে মোট ১০ হাজার ৭৪৬ জনকে কোয়ারেন্টিনে রাখা হয়েছিল। এর মধ্যে ৯ হাজার ১৩১ জন কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে কোয়ারেন্টিনে আছেন ১ হাজার ৬১৫ জন।
এনসি-০৩/এনপি-১০