সিলেট মিরর ডেস্ক
মে ১১, ২০২০
০৬:২৯ পূর্বাহ্ন
আপডেট : মে ১১, ২০২০
০৭:০৯ পূর্বাহ্ন
সিলেটের বিশ্বনাথের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচও) ডা. আব্দুর রহমান মুসা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে উপজেলায় ৩ জন করোনা আক্রান্ত শনাক্ত হলেন।
আজ রবিবার (১০ মে) নমুনা পরীক্ষা শেষে ফলাফলে তার করোনা পজেটিভ আসে।
জানা গেছে, গত ৩ মে রবিবার বিশ্বনাথে এক প্রসূতির করোনা শনাক্ত হয়। উপজেলায় তিনিই প্রথম করোনা আক্রান্ত রোগী। এদিন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামানের সঙ্গে ওই নারীর বাড়ি লকডাউন করতে যান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচও) ডা. আব্দুর রহমান মুসা। পরদিন ৪ মে সোমবার তিনি নিজের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠান। ছয়দিন পর আজ ফলাফল এতে করোনা আক্রান্ত বলে তিনি জানতে পারেন। বর্তমানে তিনি ৫০ শয্যার ওই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোলেশনে রয়েছেন।
ভারপ্রাপ্ত ইউএনও মো. কামরুজ্জামান জানান, ‘ডা. আব্দুর রহমান মুসার শরীরে করোনাভাইরাসের কোন উপসর্গ নেই। তিনি উপজেলা হাসপাতালে থেকেই রোগীদের চিকিৎসা সেবার পাশাপাশি করোনা প্রতিরোধে কাজ করছেন।
ডা. মুসার করোনাভাইরাস শনাক্তে বিষয়টি আজ (রবিবার) দুপুরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ তাকে জানিয়েছে বলে জানান ভারপ্রাপ্ত ইউএনও। যে সমস্ত প্রশাসনিক কর্মকর্তা, চিকিৎসক, পুলিশ, জনপ্রতিনিধি ও সাংবাদিক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকার সংষ্পর্শে এসেছেন তারা নিজে থেকে কোয়ারেন্টিন মেনে চলার অনুরোধও তিনি জানান।
আক্রান্ত চিকিৎসক আব্দুর রহমান মুসা বলেন, সন্দেহ ছাড়াই গত ৪ মে করোনা পরীক্ষার জন্য নমুনা পাঠাই। এরপর সাতদিনের মাথায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ আজ দুপুর ১২টার দিকে জানায়, পরীক্ষায় ফলাফল করোনা পজিটিভ পাওয়া গেছে।
এএফ-১০