সিলেট মিরর ডেস্ক
মে ১১, ২০২০
০৫:৫৬ পূর্বাহ্ন
আপডেট : মে ১১, ২০২০
০৬:১০ পূর্বাহ্ন
‘নাটক মোদের স্বপ্ন, নাটক মোদের অঙ্গিকার’ স্লোগানে ১৫ বছরে পদার্পন করেছে সিলেটের স্বনামধন্য নাট্য সংগঠন নবশিখা নাট্যদল।
সিলেটের এক ঝাঁক প্রতিভাবান তরুণ-তরুণীকে নিয়ে ধ্রুব জ্যোতি দে ও মৌসুমি চৌধুরীর নেতৃত্বে মে মাসের ৮ তারিখে নবশিখা নাট্যদল, সিলেট গঠন করা হয়। এ বছর করোনাভাইরাস মহামারির কারণে সকল ধরণের সামজিক, সংস্কৃতিক অনুষ্ঠান বাতিল করেছে নবশিখা নাট্যদল। দেড় দশক পূর্তিতে তাই কোন উৎসব আয়োজন করা হয়নি। তবে সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে তাদের শুভাকাঙ্ক্ষিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছে দলটি।
আগামী দিনগুলোতে নবশিখা নাট্যদল সিলেট আরও এগিয়ে যায় সেজন্য তাদের জানিয়েছেন বাংলাদেশে, ভারতের রাজনৈতিক, সামজিক, নাট্য ব্যক্তিত্বরা। এর মধ্যে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এম পি, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, ইন্টারন্যাশনাল থিয়েটার ইন্সটিটিউটের বিশ্ব সভাপতি রামেন্দু মজুমদার, ইন্টারন্যাশনাল থিয়েটার ইন্সটিটিউট অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ঝুনা চৌধুরী, অভিনেতা ও নির্দেশক নাদের চৌধুরী, জাতীয় পুরষ্কার প্রাপ্ত অভিনেতা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শহিদুল আলম সাচ্চু, নির্দেশক ও অভিনেতা মোহাম্মদ বারী, নাট্যকার ও কথা সাহিত্যিক রুমা মোদক, অভিনেতা ও নির্দেশক আজাদ আবুল কালাম, অভিনেতা ও নির্দেশক অনন্ত হীরা।
ভারত থেকে শুভেচ্ছা জানিয়েছেন দেশটির রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত পরিচালক, অল্টারনেটিভ, লিভিং থিয়েটার,কোলকাতা প্রবীর গুহ, নাট্যকার ও নাট্য পরিচালক রবীন্দ্রনগর নাট্যায়ুধ ড. দানী কর্মকার,কলকাতা অভিনেত্রী মৌমিতা মিত্র, অভিনেতা মনোজিৎ প্রমুখ।
এএফ-০৯