ওসমানীনগর প্রতিনিধি
মে ১১, ২০২০
০৩:৫৮ পূর্বাহ্ন
আপডেট : মে ১১, ২০২০
০৩:৫৮ পূর্বাহ্ন
করোনা সংক্রমণ রোধে সিলেটের ওসমানীনগরের প্রাণকেন্দ্র গোয়ালাবাজারে নিত্যপ্রয়োজনীয় দোকান ছাড়া সব ধরণের ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন ব্যবসায়ীরা। স্বাস্থ্যবিধি মেনে আজ থেকে দেশের সর্বত্র ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার সরকারি অনুমতি থাকলেও ক্রেতা এবং বিক্রেতাদের স্বাস্থ্য ঝুঁকির কথা ভেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এ বিষয়ে করণীয় ঠিক করতে আজ রবিবার (১০ মে) দুপুরে গোয়ালাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মানিকের সভাপতিত্বে ইউপি হলরুমে এক সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন, ওসমানীনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গয়াস মিয়া, বাজার বণিক সমিতির সভাপতি আব্দুর রব গেদা মিয়া, বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক তাজ উদ্দিন আহমদ, বণিক সমিতির সাধারণ সম্পাদক পরিমল কান্তি দেব, বাজার পরিচালনা কমিটির সহ সম্পাদক ইউসুফ হোসেন চৌধুরী, বণিক সমিতির নেতা ফয়জুল হক, আমির খান, ব্যবসায়ী বশির আহমদ, কবির মিয়া, ইউপি সদস্য আব্দুল সামাদ, বেলাল আহমদ, জামাল মেম্বার ব্যবসায়ী আব্দুল মুকিত, বেলাল আহমদ, নিখিল দেবনাথ, গোয়ালাবাজার পাদুকা সমিতির নেতা আব্দুল গফ্ফার, ব্যবসায়ী হুমায়ুন আহমেদ, আবুবকর প্রমুখসহ শতাধিক ব্যবসায়ী।
বৈঠকে জনবহুল গোয়ালাবাজারে ঈদ উপলক্ষে প্রচুর জনসমাগম ও করোনা মহামারিতে ব্যবসায়ী-ক্রেতা ও এলাকার মানুষের স্বাস্থ্য ঝুঁকির কথা মাথায় রেখে অনির্দিষ্টকালের জন্য বাজারের নিত্যপ্রযোজনীয় দোকান ছাড়া সব ধরণের ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহিত হয়। পরে গোয়ালাবাজার বণিক সমিতির নেতৃবৃন্দ ও কয়েকজন ব্যবসায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানীনগর সার্কেল) মো. রফিকুল ইসলামের কার্যালয়ে উপস্থিত হয়ে সিদ্ধান্তের বিষয়টি অবহিত করেন।
গোয়ালাবাজার বণিক সমিতির সভাপতি আব্দুর রব গেদা মিয়া বলেন, সরকার জনস্বাস্থ্যবিধি মেনে দোকানপাট খোলার অনুমতি দিয়েছে। এজন্য আমরা সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করছি। তবে গোয়ালাবাজার একটি ব্যবসায়িক ব্যস্ততম এলাকা হওয়ায় বাজারে জনসমাগম বেশি হয়ে থাকে। ঈদের সময় বাজারের অলিগলিতে জনস্রোত সৃষ্টি হয়। স্বাস্থ্যবিধি মেনে ব্যবসাপ্রতিষ্ঠান চালানো দুরূহ হওয়ায় ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রাখার পক্ষে মতামত দিয়েছেন। এই সিদ্ধান্তের মধ্য দিয়ে এলাকার মানুষের স্বাস্থ্য ঝুঁকি কমেছে।
গোয়ালাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান মানিক এ প্রসঙ্গে বলেন, সাধারণ মানুষের স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় নিয়ে সকল ব্যবসায়ীর ঐক্যমতে নিত্যপণ্য ও ওষুধের দোকান ছাড়া সব ধরণের ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে করোনা সংক্রমণ অনেকটাই রোধ করা যাবে বলে ধারণা করা হচ্ছে।
ইউডি/আরআর