ইত্তেফাকে করোনার হানা, আক্রান্ত বেড়ে ১৩

সিলেট মিরর ডেস্ক


মে ১১, ২০২০
০৩:৩০ পূর্বাহ্ন


আপডেট : মে ১১, ২০২০
০৩:৩০ পূর্বাহ্ন



ইত্তেফাকে করোনার হানা, আক্রান্ত বেড়ে ১৩

 

আজ রবিবার (১০ মে) নমুনা পরীক্ষা শেষে আরও ৬ জনের ফলাফলে করোনা পজেটিভ আসে। এর আগে গত শুক্রবার (৮ মে) প্রতিষ্ঠানটির ৫ সংবাদকর্মী মহামারি করোনায় আক্রান্ত হন। তারও আগে শনাক্ত হন ২ জন।

জানা গেছে, দেশের প্রথম কোনো সংবাদমাধ্যম হিসেবে ইত্তেফাক তার সব কর্মীর করোনা পরীক্ষার ব্যবস্থা করেছে।

পত্রিকাটির এক সিনিয়র সাংবাদিক জানান, প্রথম করোনা সংক্রমণ শনাক্ত হওয়ার পর এখন সবাইকে আর অফিসে যেতে হয় না। প্রতিদিন একজন করে রিপোর্টার অফিস করেন। আর সবাই বাসা থেকে অনলাইনের মাধ্যমে কাজ করেন। রিপোর্টিং শাখা ছাড়াও অন্যান্য শাখায় সীমিত আকারে লোকবল অফিসে যায়।

এখন পর্যন্ত সারাদেশে ৮৭ জনের মতো সংবাদকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। এর মধ্যে একজন মারা গেছেন। মৃত ওই সাংবাদিক হলেন দৈনিক সময়ের আলোর নগর সম্পাদক এবং প্রধান প্রতিবেদক হুমায়ন কবীর খোকন। করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ২ সাংবাদিক। অবশ্য সুস্থ হয়ে উঠেছেন ১৩ জন সংবাদ কর্মী।

 

এএফ-০৭