গোলাপগঞ্জ প্রতিনিধি
মে ১১, ২০২০
০২:৩৭ পূর্বাহ্ন
আপডেট : মে ১১, ২০২০
০২:৩৯ পূর্বাহ্ন
সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় প্রথম করোনা আক্রান্ত রোগীর ভাগ্নে (১৮) করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্ত ওই তরুণ উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের কানিশাইল গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
তিনি উপজেলায় করোনায় আক্রান্ত চতুর্থ ব্যক্তি। আজ রবিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মনিস্বর চৌধুরী সিলেট মিররকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আক্রান্ত তরুণ উপজেলার ১ম করোনা রোগীর ভাগ্নে। গত ২ মে প্রথম করোনা রোগীর সংস্পর্শে আসা কয়েকজনের নমুনা সংগ্রহ করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হয়। গতকাল শনিবার (৯ মে) রাতে ওই তরুণের রিপোর্ট পজেটিভ আসে।
তিনি আরও জানান, রোগীর অবস্থা ভালো থাকায় বাড়িতে রেখে তার চিকিৎসা হবে। ওই তরুণের সংস্পর্শে আসা তার মা ও বোনের নমুনা সংগ্রহ করা হয়েছে এবং তার বাড়ি লকডাউন করা হয়েছে।
এফএম/আরআর