মোমেন ফাউন্ডেশনের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ

সিলেট মিরর ডেস্ক


মে ১১, ২০২০
০২:০০ পূর্বাহ্ন


আপডেট : মে ১১, ২০২০
০২:০০ পূর্বাহ্ন



মোমেন ফাউন্ডেশনের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ

মোমেন ফাউন্ডেশনের উদ্যোগে সিলেট নগরের নিম্ন আয়ের অসহায় ও দরিদ্র মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার (১০ মে) দুপুরে ১৯ নম্বর ওয়ার্ডের রায়নগর এলাকায় এই খাদ্যসামগ্রী বিতরণ করেন পররাষ্ট্রন্ত্রীর সহধর্মিহী সেলিনা মোমেন।

খাদ্যসামগ্রী বিতরণকালে সেলিনা মোমেন বলেন, দেশের এই কঠিন সময়ে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে দলমত নির্বিশেষে অনেকে সাহায্যে হাত বাড়িয়েছেন। 

তিনি বলেন, দেশের এই কঠিন সময়ে দেশের সকল মানুষকে ভেদাভেদ ভুলে এগিয়ে আসতে হবে। এরই অংশ হিসেবে মোমেন ফাউন্ডেশনের পক্ষ থেকে এই অনুদান প্রদান করা হয়েছে। আসুন সবাই মিলে দেশের এই সংকটময় সময়ে অসহায় মানুষের সাহায্যে এগিয়ে আসি। 

এসময় আরও উপস্থিত ছিলেন, সিলেট মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এস. এম. শওকত আমিন তৌহিদ, মহিলা আওয়ামীলীগ নেত্রী হেলেন চৌধুরী, জুয়েল আহমদ, আবুল আহমদ প্রমুখ।

বিএ-০৪