নগরে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক


মে ১০, ২০২০
০৯:০৮ পূর্বাহ্ন


আপডেট : মে ১০, ২০২০
০৯:১১ পূর্বাহ্ন



নগরে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

সিলেট নগরের দক্ষিণ সুরমা এলাকার কদমতলীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহতের নাম গোলাপ মিয়া (৩০) বলে জানা গেছে। আজ শনিবার (৯ মে) সন্ধ্যা ৬ টায় এই ঘটনা ঘটে।  

প্রত্যক্ষদর্শীরা জানান, কদমতলী এলাকায় নির্মানাধীন একটি ভবনের অস্থায়ী শ্রমিক হিসেবে কাজ করতেন গোলাপ মিয়া। রাস্তা থেকে ভবনের মধ্যে রড নিয়ে তোলার সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক তারের সঙ্গে লেগে যায়। এতে ঘটনাস্থলেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়।

মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার বিষয়ে এখনও কিছু জানা যায়নি। পুলিশ এখনও ঘটনাস্থলেই রয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

 

আরসি-০৪