গোলাপগঞ্জ সংবাদদাতা
মে ১০, ২০২০
০৮:৩৯ পূর্বাহ্ন
আপডেট : মে ১০, ২০২০
০৯:১৩ পূর্বাহ্ন
সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় ঢাকা ফেরত এক যুবক (২২) করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্ত যুবক উপজেলার বাদেপাশা ইউনিয়নের নোয়াই গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। তিনি উপজেলায় করোনায় আক্রান্ত তৃতীয় ব্যক্তি।
আজ শনিবার (৯ মে) রাতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মনিস্বর চৌধুরী সিলেট মিররকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোলাপগঞ্জে ঢাকা ফেরত তৃতীয় করোনা রোগী শনাক্ত হয়েছেন। তিনি বর্তমানে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি রয়েছেন। আগামীকাল আক্রান্তের পরিবারের সদস্যদের এবং তার সংস্পর্শে যারা এসেছেন তাদের নমুনা সংগ্রহ করা হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এই যুবক ঢাকা বসবাস করে। ঢাকায় বসবাসরত অবস্থায় কয়েকদিন আগে তার নমুনা পরীক্ষাগারে দিয়ে সে গতকাল বাড়িতে আসেন। আজ শনিবার সকালে তার মোবাইলে সংশ্লিষ্ট পরীক্ষাগার থেকে ফোনে ক্ষুদেবার্তার মাধ্যমে জানানো হয় তিনি করোনা আক্রান্ত। বিষয়টি তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জানাল এবং কর্মরত চিকিৎসকরা বিষয়টি যাচাই-বাচাই করে তার করোনা আক্রান্ত হওয়ার সত্যতা নিশ্চিত করেন।
এফএমএ-০২/আরসি-০৩