গোলাপগঞ্জে ঈদের আগে খুলবে না শপিংমল

গোলাপগঞ্জ প্রতিনিধি


মে ১০, ২০২০
০৫:২৫ পূর্বাহ্ন


আপডেট : মে ১০, ২০২০
০৫:২৫ পূর্বাহ্ন



গোলাপগঞ্জে ঈদের আগে খুলবে না শপিংমল

চলমান করোনা পরিস্থিতিতে ঈদের আগে খুলছে না গোলাপগঞ্জ উপজেলার পৌর শপিংমল, ঢাকাদক্ষিণ ও হেতিমগঞ্জ শপিংমল।

আজ শনিবার (৯ মে) দুপুরে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইকবাল আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও উপজোলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমানের পরিচালনায় সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয় ।

ঘণ্টাব্যাপী এ বৈঠকে সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা করে পবিত্র ঈদুল ফিতর পর্যন্ত শপিংমল বন্ধ রাখার সিদ্ধান্ত হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শবনম শারমিন, বারাকা পতেঙ্গা পাওয়ার প্লান্টের ব্যবস্থাপনা পরিচালক মনজুর সাফি চৌধুরী এলিম, গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান, গোলাপগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি আলেকুজ্জামান আলেক, ঢাকাদক্ষিণ বণিক সমিতির সভাপতি বদরুল ইসলাম জামাল, হেতিমগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি আব্দুল মালিক মলিক, গোলাপগঞ্জ বাজার বণিক সমিতির সাধারন সম্পাদক আব্দুল আহাদ, ঢাকাদক্ষিণ সাধারণ সম্পাদক সেলিম আহমদ, হেতিমগঞ্জ বাজার বণিক সমিতির বেলাল আহমদ সেলিম প্রমুখ। এসময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মনিস্বর চৌধুরী।

সিদ্ধান্তের বিষয়ে গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমান বলেন, ‘আজ সভায় সর্বসম্মতিক্রমে উপজেলার পৌর শপিংমল, ঢাকাদক্ষিণ ও হেতিমগঞ্জ শপিংমল ঈদের আগ পর্যন্ত বন্ধ রাখার সিদ্বান্ত নেওয়া হয়েছে।’ তিনি সচেতনতার উপর গুরুত্ব আরোপ করে বলেন, স্বাস্থ্য সচেতনতাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি সামাজিক দূরত্ব মেনে চলার উপর ও গুরুত্বরোপ করেন। 

 

এএফএমএ-০১/এএফ-০৫