কোম্পানীগঞ্জ প্রতিনিধি
মে ১০, ২০২০
০২:৫৪ পূর্বাহ্ন
আপডেট : মে ১০, ২০২০
০২:৫৫ পূর্বাহ্ন
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে করোনাভাইরাস প্রতিরোধ, গনসচেতনতা বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে বিশেষ জরুরি সভা আগামী সোমবার (১১ মে) সকাল ১১টায় কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদে অনুষ্ঠিত হবে।
উক্ত সভায় উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মী ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীকে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আলী আমজদ ও সাধারণ সম্পাদক আতাব আলী কালা মিয়া।
উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অকিল বিশ্বাস সংবাদ মাধ্যমকে জানান, শারীরিক দূরত্ব বজায় রেখে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে করোনাভাইরাস প্রতিরোধ, গনসচেতনতা বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে জরুরি সভা সোমবার অনুষ্ঠিত হবে।
এমকে/আরআর