গোলাপগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে পিপিই দিলেন এলিম চৌধুরী

গোলাপগঞ্জ প্রতিনিধি


মে ১০, ২০২০
০২:৪০ পূর্বাহ্ন


আপডেট : মে ১০, ২০২০
০২:৪০ পূর্বাহ্ন



গোলাপগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে পিপিই দিলেন এলিম চৌধুরী

সিলেটের গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসকদের স্বাস্থ্য সুরক্ষায় ব্যক্তিগত সুরক্ষাসামগ্রী পিপিই দিয়েছেন বারাকা পাওয়ার প্লান্টের ব্যবস্থাপনা পরিচালক মঞ্জুর শাফী চৌধুরী এলিম।

আজ শনিবার (৯ মে) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক সার্জন ডা. শাহীন আহমদের হাতে ৪০টি পিপিই হস্তান্তর করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগ নেতা এবং রনকেলী বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজের গভর্নিং বডির সভাপতি মিজানুর রহমান চৌধুরী রিংকু, গোলাপগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রুহেল আহমদ প্রমুখ।

এর আগে শনিবার সকালে ফুলবাড়ি ইউনিয়নের কায়স্থগ্রাম ইজরাপাড়া ও হেতিমগঞ্জ কোনাগ্রামে খাদ্যসামগ্রী বিতরণ করেন এলিম চৌধুরী। করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে ঘরে থাকা কর্মহীন প্রায় ৭০টি পরিবারে খাদ্যসামগ্রী পৌঁছে দেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন, ফুলবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোশাহিদ আলী, আওয়ামী লীগ নেতা হানিফ খান, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ আলাউদ্দিন, আওয়ামী লীগ নেতা অরুন দে, যুবলীগ নেতা মো. আব্দুল্লাহ প্রমুখ।

 

এফএম/আরআর