সিলেট থেকে অপহৃত কিশোরী ঢাকায় উদ্ধার, গ্রেপ্তার এক

নিজস্ব প্রতিবেদক


মে ১০, ২০২০
০২:২৬ পূর্বাহ্ন


আপডেট : মে ১০, ২০২০
০২:২৬ পূর্বাহ্ন



সিলেট থেকে অপহৃত কিশোরী ঢাকায় উদ্ধার, গ্রেপ্তার এক

সিলেট থেকে অপহৃত কিশোরীকে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ২৮ দিন পর ঢাকার কদমতলী থানা এলাকা থেকে উদ্ধার করেছে সিলেট কোতোয়ালি মডেল থানা পুলিশ। সেই সঙ্গে অপহরণকারীকেও গ্রেপ্তার করা হয়েছে। 

গতকাল শুক্রবার (৮ মে) রাত আনুমানিক দশটার দিকে এই অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার অপহরণকারীর নাম সেবলু মিয়া তালুকদার (৩০)। সে সিলেটের ওসমানীনগর থানার বোয়ালজুড় বাজার এলাকার মোক্তার মিয়া তালুকদারের ছেলে।

পুলিশ জানায় গত মার্চ মাসের ১১ তারিখ সকালে মিরাবাজার শাহজালাল জামেয়া স্কুল এন্ড কলেজের সামনে থেকে ১৪ বছরের ওই কিশোরীকে অপহরণ করা হয়। আসামি সেবুল মিয়া ওই কিশোরীর বাবার গাড়ি চালক ছিল। এ ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে কোতোয়ালী থানায় এজাহার দায়ের করেন।

ঘটনার পর সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মিয়ার দিক নির্দেশনায় সোবহানীঘাট পুলিশ ফাঁড়ীর ইনচার্জ এসআই বিমল চন্দ্র দে’র নেতৃত্বে সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। কিন্তু আসামি বারবার স্থান পরিবর্তণ করায় ধরা সম্ভব হচ্ছিল না। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় ভিকটিমকে ঢাকা কদমতলী থেকে উদ্ধার করা হয় এবং আসামিকে গ্রেপ্তার করা হয় হয়।

এবিষয়ে সিলেট কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মিয়া জানান, আসামি সেবুল মিয়া ভিকটিমকে ফুসলিয়ে নিয়ে যায়। গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং ভিকটিমকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়েছে।

এনএইচ/বিএ-০২