নিজস্ব প্রতিবেদক
মে ০৪, ২০২০
১০:৫৫ অপরাহ্ন
আপডেট : মে ০৫, ২০২০
০২:০০ পূর্বাহ্ন
সিলেট বিভাগে করোরাভাইরাস আক্রান্ত রোগীদের জন্য মাত্র ৭৮ জন চিকিৎসক রয়েছেন। এছাড়া নার্স রয়েছেন ৬৭ জন, সাপোর্ট স্টাফ ৩৯ জন, ১২১ জন ফিল্ড স্টাফ এবং ২৩ জন মেডিকেল টেকনোলজিস্ট রয়েছেন। সারাদেশে করোরা আক্রান্ত রোগীদের জন্য রয়েছেন ৭৮০ জন চিকিৎসক।
সরকারি ওয়েবসাইট ‘করোনা ইনফো’ এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে।
সিলেট বিভাগে বর্তমানে জনসংখ্যা এক কোটির বেশি। সে হিসেবে সিলেটে এক লাখ ২৮ হাজার মানুষের জন্য রয়েছেন একজন ডাক্তার।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের ডিরেক্টোরেট জেনারেল অব হেলথ সার্ভিসেস ওয়েব সাইটের করোনা ড্যাশবোর্ডের তথ্য অনুযায়ী, সিলেট বিভাগে নির্ধারিত আইসোলেশন শয্যার সংখ্যা ৯৭৯ টি।
সরকারি তথ্যেই উঠে এসেছে, করোনা মহামারীর সময়ে সিলেটে চিকিৎসা সেবাদানে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীর সংকটের এই চিত্র। যদিও বাস্তবে এই সংকট আরও বেশি বলে জানা গেছে।
সারাদেশে করোরাভাইরাস বা কোভিড-১৯ আক্রান্ত রোগীদের জন্য ৭৮০ জন চিকিৎসক রয়েছেন। এছাড়া নার্স রয়েছেন ৭০৪ জন, সাপোর্ট স্টাফ ৪৪৮ জন, ১২১ জন ফিল্ড স্টাফ এবং ১৬৭ জন মেডিকেল টেকনোলজিস্ট। আর সারা দেশে নির্ধারিত আইসোলেশন শয্যার সংখ্যা ৬ হাজার ৯০৯টি।
এনসি-০২/এএফ-০৪