সিলেট মিরর ডেস্ক
মে ০৩, ২০২০
০৯:৫০ পূর্বাহ্ন
আপডেট : মে ০৩, ২০২০
০৯:৫০ পূর্বাহ্ন
তিন বছর আগে ঢাকা থেকে হারিয়ে যাওয়া বরগুনা জেলার মানসিক ভারসাম্যহীন ফিরোজা বেগম (৪৫)কে পরিবারে কাছে পৌঁছে দিয়েছেন কোম্পানীগঞ্জ থানার (ভারপ্রাপ্ত) ওসি রজিউল্লাহ খান।
শনিবার (২ মে) বেলা ১ টায় মানসিক ভারসাম্যহীন ফিরোজা বেগমের বড় ছেলে সবুজ মিয়া ঢাকা থেকে এসে কোম্পানীগঞ্জ থানা থেকে দীর্ঘ তিন বছর পর মাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যান।
এর আগে ৩০ এপ্রিল বাংলাদেশের সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের সময় সীমান্তবর্তী এলাকা থেকে উদ্ধার করে ফিরোজা বেগমকে রাত ১০টায় বিজিবির একটি টিম কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করে। তারপর কোম্পানীগঞ্জ থানার ওসি রজিউল্লাহ খানসহ পুলিশ সদস্যরা বিভিন্নভাবে দুইদিন ফিরোজা বেগমের সঙ্গে কথা বলে তার কাছ থেকে জানতে পারেন বরগুনার কালির তবুক গ্রামের কথা।
থানা সূত্র জানায়, কোম্পানীগঞ্জ থানার ওসি রজিউল্লাহ খান বরগুনার সদর থানার ওসির সঙ্গে যোগাযোগ করে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যের মাধ্যেমে ফিরোজা বেগমের স্বামী চাঁন মিয়ার সঙ্গে ১মে রাতে কথা বলেই নিশ্চিত হন ফিরোজা বেগমের সঠিক পরিচয়।
ফিরোজা বেগমের ছেলে সবুজ মিয়া মাকে পেয়ে আবেগাপ্লুত হয়ে স্থানীয় সাংবাকিদের বলেন, মানসিক ভারসাম্যহীন মাকে আমরা ভাবিনি এত দিন পর ফেরত পাবো। দীর্ঘ তিন বছর পর মাকে পেয়ে আমরা আনন্দিত। শুক্রবার রাতে কোম্পানীগঞ্জ থানার ওসি আমাদের সঙ্গে যোগাযোগ করে জানান ফিরোজা বেগম নামের এক মানসিক ভারসাম্যহীন মহিলাকে পাওয়া গেছে। তখন আমি মায়ের কণ্ঠ শুনে মাকে চিনতে পেরে ঢাকা থেকে ছুটে আসি কোম্পানীগঞ্জে।
সবুজ মিয়া আরও বলেন, পুলিশের চেষ্টায় মাকে ফিরে পেয়েছি। তাদের কাছে আমরা চির কৃতজ্ঞ।
এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ওসি রজিউল্লাহ খান বলেন, ফিরোজা বেগমকে ৩০ মে বিজিবির কাছ থেকে পেয়ে প্রথমে আমরা খাবার ও গোসল করিয়ে রেস্টে রাখি। পরে খেলার ছলে দুই দিন বিভিন্নভাবে চেষ্টা করে একটি গ্রামের নাম জানতে পারি। সেই সূত্র ধরে অনেক চেষ্টায় বিভিন্ন মাধ্যমে ফিরোজা বেগমের পরিবারকে খুজেঁ পেয়েছি। ফিরোজা বেগমকে তার পরিবারের কাছে পৌঁছাতে পেরে অনেক ভালো লাগছে।
কেএ/বিএ-১৯