সিলেট মিরর ডেস্ক
এপ্রিল ২৬, ২০২০
১০:৪৬ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ২৬, ২০২০
১০:৪৬ পূর্বাহ্ন
রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের আরও ছয়জন কর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ৫ জন কর্মকর্তা ও একজন চতুর্থ শ্রেণির কর্মচারী।
আক্রান্তরা সবাই রংপুর বাজার শাখায় কর্মরত। এ পরিস্থিতিতে শাখাটি বন্ধ করে দেয়া হয়েছে।
শনিবার (২৫ মার্চ) সোনালী ব্যাংক রংপুর প্রিন্সিপাল অফিসের ডিজিএম আবদুল বারেক চৌধুরী গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন।
তিনি বলেন, গত সপ্তাহে ৭ জন কর্মকর্তা-কর্মচারীর সর্দি-জ্বর ও কাশির উপসর্গ দেখা দিলে শাখাটি বন্ধ ঘোষণা করা হয়। পরে ওই সাত কর্মকর্তা-কর্মচারীর নমুনা পরীক্ষা করতে দেয়া হয়। এদের মধ্যে ছয়জনেরই করোনা পজিটিভ আসে।
ওই কর্মকর্ত বলেন, গত বৃহস্পতিবার প্রথমে ১ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়। পরে শুক্রবার আরও দুই জনের পজিটিভ আসে। সর্বশেষ শনিবার আরও তিনজনের করোনা পজিটিভ আসে। এ নিয়ে মোট ছয়জন ওই শাখাটিতে করোনা রোগী শনাক্ত হন। আক্রান্ত ছয়জনই নিজ নিজ বাসায় চিকিৎসা নিচ্ছেন বলে জানান তিনি।
বিএ-০১