সিলেট মিরর ডেস্ক
এপ্রিল ২৬, ২০২০
০৬:৩৩ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ২৬, ২০২০
০৬:৫৩ পূর্বাহ্ন
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়রের বর্জ্য ব্যবস্থাপনাবিষয়ক উপদেষ্টা খন্দকার মিল্লাতুল ইসলাম করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা উত্তম কুমার রায় শনিবার জানান, গত ২৩ এপ্রিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি। এরপর আইইডিসিআর তার নমুনা পরীক্ষা করে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর কথা নিশ্চিত করেছে।
এর আগে খন্দকার মিল্লাতুল ইসলাম অসুস্থ হয়ে পড়লে গত ২৩ এপ্রিল তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেদিন সন্ধ্যায় হাসপাতালেই তার মৃত্যু হয় বলে জানান দক্ষিণ সিটির জনসংযোগ কর্মকর্তা উত্তম কুমার।
বিএ-১১