মানবকন্ঠ সম্পাদক হলেন সিলেটের দুলাল চৌধুরী

সিলেট মিরর ডেস্ক


এপ্রিল ২৪, ২০২০
০৮:৩১ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ২৪, ২০২০
০৮:৩১ পূর্বাহ্ন



মানবকন্ঠ সম্পাদক হলেন সিলেটের দুলাল চৌধুরী

দেশের অন্যতম শীর্ষ  দৈনিক মানব কন্ঠের সম্পাদক হিসেবে যোগ দিয়েছেন প্রখ্যাত সাংবাদিক  দুলাল আহমদ চৌধুরী। সিলেটের এ কৃতি সন্তান গত শনিবার থেকে মানব কন্ঠ সম্পাদক হিসেবে দায়িত্ব নিয়েছেন। দুলাল চৌধুরী নব্বইয়ের দশক থেকে দেশের খ্যাতনামা সব জাতীয় দৈনিকে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে আসছেন। সর্বশেষ তিনি দেশের শক্তিমান সাংবাদিক আবেদ খান সম্পাদিত দৈনিক জাগরণের নির্বাহী সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন। দেশের আধুনিক সাংবাদিকতার জনক নাঈমুল ইসলাম খান সম্পাদিত দৈনিক আমাদের সময়ের হেড অব নিউজ এবং পরবর্তীতে এসোসিয়েট এডিটর হিসেবে তিনি দীর্ঘদিন কাজ করেছেন। কাজ করেছেন জনপ্রিয় অনলাইন পোর্টাল বাংলা ট্রিবিউনের চিফ নিউজ এডিটর হিসেবেও। রাহাত খান সম্পাদিত দৈনিক বর্তমানেরও যুগ্ম সম্পাদক ছিলেন দুলাল চৌধুরী। নিষ্টাবান,খ্যাতিমান এ সিনিয়র সাংবাদিকের বাড়ি সিলেটের গোলাপগঞ্জ উপজেলায়। সে সুবাদে সিলেট থেকেই তাঁর সাংবাদিকতার শুরু। ৯০'র দশকের শুরুতে আজকের সলেট দিয়ে তিনি সাংবাদিকতা শুরু করেন।  সিলেটের আদি পত্রিকা আমিনুর রশিদ সম্পাদিত দৈনিক যুগভেরীতেও কাজ করেছেন।    সাংবাদিকতায় জাতীয় পর্যায়ে এবং আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন ইভেন্টে একাধিকবার অংশগ্রহণ করে প্রশংসনীয় ভূমিকা রেখেছেন। জাতিসংঘ অধিবেশন, বিশ্ব জলবায়ু সম্মেলন,  সার্ক সামিট এরমধ্যে উল্লেখযোগ্য। 

দুলাল আহমেদ চৌধুরী সিলেটের একাধিক  আঞ্চলিক পত্রিকা প্রকাশেও উদার সহযোগীতা করেছেন। তাঁর চিন্তা এবং সম্পাদনা সহযোগীতায় পত্রিকাগুলিও খ্যাতি কুড়িয়েছে।  ১৯৯৭ থেকে ২০১৮ পর্যন্ত টানা ২২ বছর সিলেটের ঐতিহ্যবাহী এম সি একাডেমী স্কুল ও কলেজের পরিচালনা পর্যদে নির্বাচিত ও শিক্ষানুরাগী সদস্য ছিলেন দুলাল আহমদ চৌধুরী। রাজধানী ঢাকায় সিলেটের স্বার্থ রক্ষার মুখপাত্র হয়ে ওঠা সংগঠন জালালাবাদ এসোসিয়েশনেরও একাধিকবার যুগ্ম সম্পাদকের দায়িত্ব পালন করেন। জাতীয়ভাবে সফল এ সাংবাদিক শিক্ষা, চিকিৎসাসহ  সিলেটের সামগ্রিক উন্নয়ন কর্মযজ্ঞে আন্তরিক প্রচেষ্ঠা ও অংশগ্রহণ করে যাচ্ছেন। এ অগ্রযাত্রা অব্যাহত রাখতে মানব কন্ঠ সম্পাদক হিসেবে সিলেটবাসীর সহযোগীতা চেয়েছেন দুলাল আহমেদ চৌধুরী।