পর্যায়ক্রমে চালু হবে গণপরিবহন

সিলেট মিরর ডেস্ক


এপ্রিল ২৪, ২০২০
০৬:২৫ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ২৪, ২০২০
০৬:২৭ পূর্বাহ্ন



পর্যায়ক্রমে চালু হবে গণপরিবহন

করোনাভাইরাস সংক্রমণের ব্যাপকতায় সাধারণ ছুটি আরও ১০ দিন বাড়িয়ে ৫ মে পর্যন্ত করা হয়েছে। তবে পরিস্থিতি বিবেচনায় শিল্প-কারখানা এবং গণপরিবহন পর্যায়ক্রমে উন্মুক্ত করা হবে বলে জনপ্রশাসনের প্রজ্ঞাপনে উলে­খ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) আগামী ২৬ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত ১০ দিন ছুটি বাড়িয়ে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এতে বলা হয়, পরিস্থিতি বিবেচনা করে পরবর্তীতে শিল্প-কারখানা, কৃষি এবং উৎপাদন ও সরবরাহ ব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রগুলো ও গণপরিবহন পর্যায়ক্রমে উন্মুক্ত করা হবে। এছাড়া ছুটিকালীন কোনো শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখা যাবে না।

গত ৮ মার্চ প্রথম করোনা ভাইরাস আক্রান্ত রোগী পাওয়ার পর গত ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল এবং পরে ৫ থেকে ৯ এপ্রিল, এরপরে ১৪ এপ্রিল এবং সর্বশেষ ২৫ এপ্রিল পর্যন্ত ছুটি বাড়ানো হয়েছিল।

এই সাধারণ ছুটিতে গণপরিবহন ছাড়াও জরুরি সেবায় নিয়োজিত ছাড়া সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে ১৮ মার্চ থেকে।

 

জেডএসএস-০৩/এএফ-১৬