সিলেট মিরর ডেস্ক
এপ্রিল ২৪, ২০২০
০৬:০৫ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ২৪, ২০২০
০৬:০৫ পূর্বাহ্ন
চীনে টানা অষ্টম দিনের মতো করোনাভাইরাসে সংক্রমিত হয়ে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। নতুন করে আক্রান্ত হওয়ার সংখ্যাও কমেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির ওয়েবসাইটে প্রকাশিত লাইভ কাভারেজ থেকে এ তথ্য জানা গেছে।
বিবিসি জানিয়েছে, সে দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ১০ জন। আগের দিন এ সংখ্যা ছিল ৩০।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস।সরকারি হিসেবে দেশটিতে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৮২ হাজারের কিছু বেশি। তবে উৎপত্তিস্থল চীনে ভাইরাসটির প্রাদুর্ভাব কমে গেলেও বিশ্বজুড়ে ভাইরাসটি প্রাণ কেড়েছে ১ লাখ ৮৩ হাজারেরও বেশি মানুষের। আক্রান্ত হয়েছে ২৬ লাখেরও বেশি মানুষ।
বিবিসি জানিয়েছে, চীনে সদ্য বিদেশ ফেরতদের মধ্যেও করোনা সংক্রমণের সংখ্যা কমে গেছে।
বিএ-২৭