সিলেট মিরর ডেস্ক
এপ্রিল ২৩, ২০২০
০৩:৪০ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ২৩, ২০২০
০৩:৪৭ পূর্বাহ্ন
সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন ১৮৫ জন বাংলাদেশি। অন্যদিকে বাংলাদেশ থেকে সিঙ্গাপুরে ফিরে গেছেন ৯৮ জন। বুধবার (২২ এপ্রিল) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সহকারী পরিচালক (জনসংযোগ) মোহাম্মদ সোহেল কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
মোহাম্মদ সোহেল কামরুজ্জামান জানান, সিঙ্গাপুর এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে ১৮৫ জন বাংলাদেশি বুধবার দুপুর ১২টা ১৫ মিনিটে ঢাকায় আসেন। অন্যদিকে ঢাকা থেকে ৯৮ জনকে নিয়ে দুপুর ২টা ১০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইট।
বিএ-১৩