সিলেট মিরর ডেস্ক
এপ্রিল ২১, ২০২০
০৪:৪৮ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ২১, ২০২০
০৪:৪৯ পূর্বাহ্ন
করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে ঢাকার রাজারবাগে কোয়ারেন্টিনে থাকা ট্রাফিক পুলিশের এক সদস্য আজ সোমবার (২০ মার্চ) সকালে মারা গেছেন।
ট্রাফিক পুলিশের এই কনস্টেবল রবিবার (১৯ মার্চ) রাতে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে রাজারবাগ হাসপাতালে নেওয়া হয়েছিল। সেখানে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।
ঢাকা মহানগর ট্রাফিক পুলিশের দক্ষিণ বিভাগের উপ কমিশনার জয়দেব চৌধুরী জানান, ওই কনস্টেবল অসুস্থ অবস্থায় পরীক্ষা করা হলে করোনাভাইরাস ‘নেগেটিভ’ এসেছিল। মৃত্যুর পর নমুনা ফের আইইডিসিআরে পাঠানো হয়েছে। ফলাফল আসার পর সে অনুযায়ী দাফনের ব্যবস্থা নেওয়া হবে। এই পুলিশ সদস্যের লাশ এখন হিমঘরে রাখা হয়েছে। এই কনস্টেবলের শারীরিক বেশ কিছু জটিলতা ছিল বলেও জানান তিনি।
২০০২ সালে পুলিশে যোগদান করা এই কনস্টেবলের বাড়ী ঝিনাইদহে। তিনি স্ত্রী, দুই মেয়ে, এক ছেলে রেখে গেছেন।
করোনাভাইরাস মহামারী মোকাবেলার কাজে যুক্ত পুলিশের বেশ কয়েকজন সদস্য ইতোমধ্যে আক্রান্ত হয়েছেন।
জানা যায়, আক্রান্ত ৫২ জন পুলিশ সদস্য রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাদের মধ্যে একজন অতিরিক্ত পুলিশ সুপার পদ মর্যাদার। তিনি সুস্থ হওয়ার পথে।
আক্রান্ত বাকিদের অধিকাংশই কনস্টেবল। আর এদের বড় অংশ ঢাকা মহানগর পুলিশে কর্মরত।
বিএ-২১