সিলেট মিরর ডেস্ক
এপ্রিল ২১, ২০২০
০৪:২৩ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ২১, ২০২০
০৪:২৩ পূর্বাহ্ন
সোনালী ব্যাংকের রাজধানীর শিল্প ভবন শাখার একজন কর্মকর্তা করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন। আর এজন্য রাজধানীর দিলকুশা শিল্প ভবনস্থ ব্যাংকটির কর্পোরেট শাখা সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে।
সোমবার সোনালী ব্যাংকের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক জাকির হোসেন খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, একজন কর্মকর্তার করোনা ভাইরাস (কোভিড-১৯) পজিটিভি হওয়ায় সোমবার শিল্প ভবন শাখার কার্যক্রম সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে।
এনএইচ/বিএ-১৮