সিলেট মিরর ডেস্ক
এপ্রিল ০৩, ২০২০
০৪:০৬ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ০৩, ২০২০
০৪:০৬ পূর্বাহ্ন
বুধবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত এক দিনে ৯৫০ জনের মৃত্যুর পর দেশটিতে মৃতের সংখ্যা ১০ হাজার তিন জনে দাঁড়িয়েছে বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। বুধবার দেশটিতে মৃতের সংখ্যা নয় হাজার ৫৩ জন ছিল।
চীনের উহান থেকে বিশ্বজুড়ে মহামারী আকারে ছড়িয়ে পড়া ভাইরাসটিতে বৃহস্পতিবার স্পেনে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ১০ হাজার ২৩৮ জনে, আগের দিন বুধবার আক্রান্তের সংখ্যা এক লাখ দুই হাজার ১৩৬ জন ছিল বলে জানিয়েছে মন্ত্রণালয়টি।
বিএ-১৪