সিলেট মিরর ডেস্ক
জানুয়ারি ০৭, ২০২৬
০৭:৫০ অপরাহ্ন
আপডেট : জানুয়ারি ০৭, ২০২৬
০৭:৫০ অপরাহ্ন
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমান।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করতে ২২ জানুয়ারি সিলেট সফরে আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সিলেট থেকেই দলের নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তিনি।
বিএনপি সূত্রে জানা গেছে, প্রতীক বরাদ্দের পরদিনই সড়কপথে সিলেট পৌঁছাবেন তারেক রহমান। আগামী ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ দেওয়ার কথা রয়েছে। এর পরপরই মাঠের রাজনীতিতে নামবে দলটি।
সিলেট সফরের শুরুতে হজরত শাহজালাল (র.) ও হজরত শাহপরাণ (র.)–এর মাজার জিয়ারত করবেন তারেক রহমান। এরপর সিলেটের ঐতিহ্যবাহী আলিয়া মাদ্রাসা মাঠে বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন তিনি।
সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী জানান, তারেক রহমানের সফর ও জনসভাকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে। আলিয়া মাদ্রাসা মাঠের এই জনসভাকে সিলেটের রাজনৈতিক ইতিহাসে স্মরণকালের বৃহত্তম জনসভায় পরিণত করার লক্ষ্য নিয়ে কাজ করছে দল।
এদিকে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জি কে গৌছ জানান, সিলেট সফর শেষে ঢাকায় ফেরার পথে ২২ জানুয়ারি হবিগঞ্জেও একটি জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন তারেক রহমান।
দলের নেতারা বলছেন, সিলেট থেকেই প্রচারণা শুরুর মধ্য দিয়ে নির্বাচনী মাঠে শক্ত অবস্থানের বার্তা দিতে চায় বিএনপি।
আরসি-০২