নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ২৩, ২০২৫
০৯:০৭ অপরাহ্ন
আপডেট : ডিসেম্বর ২৪, ২০২৫
০১:৪৬ অপরাহ্ন
শিক্ষাক্ষেত্রে সিলেটের অন্যতম খ্যাতিমান দুই বিদ্যাপিঠ রাইজ স্কুল এবং ইউরো কিডসের বার্ষিক স্পোর্টস ডে অনুষ্ঠিত হয়েছে। জাকজমকপূর্ণ ও আনন্দঘন আয়োজনে এতে অংশ নেন বিদ্যালয়ের স্কুল দুটির শিক্ষার্থী ও শিক্ষকরা অংশ নেন।
আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দিনব্যাপি এই ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
![]()
দিনব্যাপী বিভিন্ন ক্রীড়া ইভেন্টে স্কুলের শিক্ষার্থীরা অংশ নেন। অভিভাবকরাও স্বতঃষ্ফুর্তভাবে অনুষ্ঠানে অংশ নিয়ে পুরো আয়োজনকে সাফল্যমণ্ডিত করে তুলেন।
ক্রীড়া প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত ককিশনার মো. মাসুদ রান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রয়েল অ্যাডুকেশন লিমিটেডের চেয়ারম্যান ফয়সল আহমদ চৌধুরী ও পরিচালক ফাহিম আহমদ চৌধুরী।
অনুষ্ঠানের নেতৃত্ব দেন রাইজ স্কুলের প্রশাসনিক প্রধান জিনাত মোস্তফা ও ইউরো কিডসের সেন্টার হেড রুশিনা আহমেদ চৌধুরী। অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় দায়িত্ব পালন করেন রাইজ ও ইউরোকিডস স্কুলের শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ।
এএফ/০১