অ্যাডভোকেট প্রিমিয়ার লিগের কোয়ার্টার ফাইনাল খেলতে ঢাকায় এসডিবিএ ক্রিকেট লাভার

ক্রীড়া প্রতিবেদক


ডিসেম্বর ১৮, ২০২৫
০৯:০০ অপরাহ্ন


আপডেট : ডিসেম্বর ১৮, ২০২৫
০৯:০০ অপরাহ্ন



অ্যাডভোকেট প্রিমিয়ার লিগের কোয়ার্টার ফাইনাল খেলতে ঢাকায় এসডিবিএ ক্রিকেট লাভার


অ্যাডভোকেট প্রিমিয়ার লীগ সিজন - ২ কোয়ার্টার ফাইনালে অংশ নিতে সিলেট  ছেড়েছে সিলেটের আইনজীবীদের দল ‘সিলেট ডিস্ট্রিক্ট বার এসোসিয়েশন (এসডিবিএ) ক্রিকেট লাভার্স’ দল। 

আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন সিলেট দল।

এর আগে টুর্নামেন্টের প্রথম রাউন্ডের ৩টি খেলার ২টিতে জয় ও ১টিতে পয়েন্ট ভাগাভাগিতে ড্র করে এসডিবিএ ক্রিকেট লাভার্স।

আগামী (১৯ ডিসেম্বর) দুপুর ২টায় কোয়ার্টার ফাইনালের ৪র্থ খেলায় ইস্টার্ন গ্লেডিয়েটরসের মুখোমুখি হবে টিম সিলেট। টি-১০ ফরমেটের টুর্নামেন্টে শিরোপা জয়ের লক্ষ্যে ইতিমধ্যে সিলেটের বিভিন্ন মাঠে টানা ঘাম জড়িয়েছেন টিমের আইনজীবী খেলোয়ারা। কোয়ার্টার ফাইনালের বাঁধা টপকাতে পারলে নিশ্চিত হবে ক্রিকেট লাভের্সের সেমিফাইনাল। সেমিফাইনালে অংশ নিবে কোয়ার্টার ফাইনালে বিজয়ী চার দল।

সিলেট টিমের কোয়াটার ফাইনালে বিজয় নিশ্চিত হলেই অংশ নিতে পারবে সেমিফাইনালে। নির্ধারিত সেমিফাইনাল খেলাটি সম্পন্ন হবে সন্ধ্যা ৬টায়। সেমিফাইনালে টুর্নামেন্টের শক্তিশালী টিমের মোকাবেলা করে জয়লাভ করলেই কাঙ্ক্ষিত ফাইনাল খেলায় অংশ নিতে পারবে টিম সিলেট। একই দিন রাত ৮টায় গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ঢাকার বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে কোয়াটার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে অনুষ্ঠিত হবে। দেশের জনপ্রিয় স্পোর্টস চ্যানেল টি - স্পোর্টস সেমিফাইনাল ও ফাইনাল খেলা সরাসরি সম্প্রচার করবে। এসডিবিএ ক্রিকেট লাভার্সের খেলোয়ার ও দায়িত্বশীলরা সিলেটবাসীসহ সংশ্লিষ্ট সকলের দোয়া ও আশীর্বাদ কামনা করেছেন।


এএফ/০৩