ছাত্রী হোস্টেলে এনসিপি নেত্রীর ঝুলন্ত লা*শ

সিলেট মিরর ডেস্ক


ডিসেম্বর ১৮, ২০২৫
০৩:৩৮ অপরাহ্ন


আপডেট : ডিসেম্বর ১৮, ২০২৫
০৩:৪২ অপরাহ্ন



ছাত্রী হোস্টেলে এনসিপি নেত্রীর ঝুলন্ত লা*শ

ছাত্রী হোস্টেলে এনসিপি নেত্রীর ঝুলন্ত লা*শ


রাজধানীর হাজারীবাগের একটি ছাত্রীনিবাস থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী জান্নাত আরা রুমীর (৩০) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে ঝিগাতলা কাঁচাবাজারের কাছে জান্নাতী ছাত্রী হোস্টেলের পঞ্চম তলার একটি কক্ষ থেকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি নওগাঁর নাজিরপুর উপজেলার জাকির হোসেনের মেয়ে।

পুলিশ বলছে, জাতীয় জরুরী সেবা-৯৯৯ এর ফোন কল পেয়ে পুলিশ ওই হোস্টেলে গিয়ে রুমির মরদেহ ঝুলন্ত অবস্থায় পান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন।

হাজারীবাগ থানার পরিদর্শক (তদন্ত) শাহদাত হোসেন বলেন, ৯৯৯ এ ফোন করে ছাত্রী হোস্টেল কর্তৃপক্ষ পুলিশকে রুমির বিষয়টি জানায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার ঝুলন্ত মরেদেহ উদ্ধার করে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করি, ওই নারী আত্মহত্যা করেছেন। তার দুইটি বিয়ে হয়েছিল। দুটিই বিচ্ছেদ হয়েছে। তার দুই সংসারে দুই সন্তান রয়েছে।

জিসি / ০৪