নারায়ণগঞ্জে পোশাক কারখানায় আগুন

সিলেট মিরর ডেস্ক


নভেম্বর ১৩, ২০২৫
০১:৪৫ অপরাহ্ন


আপডেট : নভেম্বর ১৩, ২০২৫
০১:৪৮ অপরাহ্ন



নারায়ণগঞ্জে পোশাক কারখানায় আগুন

নারায়ণগঞ্জে পোশাক কারখানায় আগুন


নারায়ণগঞ্জের ফতুল্লায় আবির ফ্যাশন গার্মেন্টসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল ১০টার দিকে শহরের শিবু মার্কেট কুতুবাইল এলাকায় এ অগ্নিকাণ্ডে প্রথমে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ মণ্ডলপাড়া ফায়ার স্টেশনের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক আরেফিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পোশাক রপ্তানির মেশিনে অতিরিক্ত তাপমাত্রা বৃদ্ধির কারণে ভেতরে জমে থাকা কাপড়ের ধুলোতে আগুনের সূত্রপাত ঘটে।

এতে কারখানার কিছু কাপড়ে আগুন লাগে এবং ঘন ধোঁয়ায় আশপাশের এলাকা ঢেকে যায়।

তিনি আরো জানান, কোনো শ্রমিক বা মানুষ হতাহত হয়নি। আগুন এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এবং পরিস্থিতি স্বাভাবিক। আগুনের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত চলছে।

জিসি / ০২