অবৈধভাবে ভারত যাওয়ার সময় সীমান্তে আটক ৬

সিলেট মিরর ডেস্ক


ডিসেম্বর ১৬, ২০২৪
০৯:০০ অপরাহ্ন


আপডেট : ডিসেম্বর ১৬, ২০২৪
০৯:০০ অপরাহ্ন



অবৈধভাবে ভারত যাওয়ার সময় সীমান্তে আটক ৬

অবৈধভাবে ভারত যাওয়ার সময় সীমান্তে আটক ৬


হবিগঞ্জের মাধবপুরে অবৈধভাবে ভারত যাওয়ার সময় নারীসহ ৬ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার (১৫ ডিসেম্বর) রাত সাড়ে ৮টায় সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)-এর অধীনস্থ ধর্মঘর বিওপির একটি টহল দল উপজেলার ধর্মঘর ইউনিয়নের সীমান্তবর্তী সস্তামোড়া এলাকায় অভিযান চালিয়ে অনুপ্রবেশের চেষ্টা কালে তাদেরকে আটক করে। 

আটককৃতরা হলেন- নরসিংদী জেলার বেলাবো উপজেলার দরিকান্দি গ্রামের মৃত আব্দুল হকের পুত্র মোঃ বিল্লাল হোসেন (৩৬), রায়পুর উপজেলার ব্রাহ্মণেরটেক গ্রামের জালাল উদ্দীনের ছেলে মো. আসাদ মিয়া (৩০), বানিয়াচং উপজেলার আলমনগর গ্রামের মৃত সুরেন্দ্র দাসের ছেলে সুকুমার দাস (৬৫), শ্রীরামপুর গ্রামের সুরেন্দ্র চন্দ্র দাসের ছেলে মনিন্দ্র চন্দ্র দাস (৬৭), একই এলাকার মনিন্দ্র চন্দ্র দাসের স্ত্রী বাসন্তী রানী (৬০) ও হবিগঞ্জ সদর উপজেলার মধ্যসমত গ্রামের সুধীর চন্দ্র রায়ে ছেলে রিন্টু রায় (৩৫)। 

সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল ফারাহ্ মোহাম্মদ ইমতিয়াজ জানান, আটককৃতদের মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে। 

জিসি / ০৩