মিরর স্পোর্টস ডেস্ক
ডিসেম্বর ০৫, ২০২৪
০৫:২৭ পূর্বাহ্ন
আপডেট : ডিসেম্বর ০৫, ২০২৪
০৫:২৭ পূর্বাহ্ন
ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটির ঘুরে দাঁড়ানোর রাতে জয়বঞ্চিত হয়েছে লিভারপুল। এ মাচের আগে লিভারপুলের ছিল টানা ৬ জয়, ম্যানচেস্টার সিটি ছিল টানা ৬ ম্যাচ ধরে জয়বঞ্চিত। লিভারপুলের বিপক্ষে সিটিজেনরা হেরেছিল। বুধবার (৪ ডিসেম্বর) নটিংহ্যাম ফরেস্ট ম্যাচ দিয়ে ভাগ্য বদলেছে পেপ গার্দিওলার শিষ্যদের, ৭ ম্যাচ পর দুর্দিনচক্র থেকে বের হলো তারা। ম্যানসিটির ঘুরে দাঁড়ানোর রাতে না চাইলেও লিভারপুল দেখেছে অন্য দিন, নিউক্যাসলের সঙ্গে ৩-৩ গোলে ড্র করেছে তারা।
ইতিহাদে নটিংহ্যামের সঙ্গে ৩-০ গোলে জিতেছে ম্যানসিটি। লিগে টানা চার হারের পর এটা তাদের প্রথম জয়। মাঝে কেটেছে ৩৯ দিন, ২০১৫ সালের পর দুই জয়ের মাঝে এটা ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের সবচেয়ে বড় ব্যবধান (কোভিড ও বিশ্বকাপ বিরতি বাদে)। ২০১৫ সালে দুই জয়ের মাঝে পার্থক্য ছিল ৪১ দিন।
বার্নার্দো সিলভার গোলে ৮ মিনিটে এগিয়ে যায় সিটি। ৩১ মিনিটে দ্বিতীয় গোলটি করেন কেভিন ডি ব্রুইনা। ২-০ গোলের লিড নিয়ে বিরতিতে যাওয়া স্বাগতিক দল তৃতীয় ও শেষ গোলটি পায় ম্যাচের ৫৭ মিনিটে।
ইতিহাদ থেকে প্রায় ১৫০ মাইল দূরে লিভারপুল দুবার পিছিয়ে পড়ে ম্যাচে সমতা আনে। ৩৫ মিনিটে আলেক্সান্ডার ইসাক নিউক্যাসলকে এগিয়ে নেয়ার পর ৫০ মিনিটে লিভারপুলের হয়ে গোল করেন কার্টিস জোনস। ৬২ মিনিটে অ্যান্থনি গর্ডনের গোল, এবার লিভারপুলকে সমতায় ফেরান মোহামেদ সালাহ। এরপর সালাহর গোলেই লিড নেয় আর্না স্লটের শিষ্যরা। ৮৩ মিনিটে মিশরীয় ফরোয়ার্ড ওই গোলটি করেন। কিন্তু ৯০ মিনিটে ফ্যাবিয়ান সার জাল খুঁজে পেলে পয়েন্ট ভাগাভাগি করে ঘরে ফিরতে হয় লিভারপুলকে।
এএন/০২