কোম্পানীগঞ্জ প্রতিনিধি
                        সেপ্টেম্বর ০৪, ২০২৪
                        
                        ০১:০৩ পূর্বাহ্ন
                        	
                        আপডেট : সেপ্টেম্বর ০৪, ২০২৪
                        
                        ০১:০৩ পূর্বাহ্ন
                             	
 
                        
             
    সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদাপাথরে পানিতে ডুবে রাগিব ইয়াসার (১৯) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। একই দিনে জলাশয়ের পানিতে ডুবে আরিয়ান (৭) ও মুনসুরা (৬) নামে আরও ২ শিশুর মারা গেছে।।
নিহত রাগিব ঢাকা সাভারে পরিবারের সঙ্গে বসবাস করতেন। তার পিতার নাম আহসানুল হক। তাদের গ্রামের বাড়ি ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায়।
রাগিবের সাথে থাকা বন্ধুরা জানিয়েছেন, সাভার থেকে কয়েকজন বন্ধু মিলে সাদাপাথর ঘুরতে এসেছিলেনেআজ মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিকাল ৪টায় সাদাপাথর আসেন। সেখানে সবাই মিলে পানিতে গোসল করার জন্য প্রস্তুতি নিচ্ছিল। এর মধ্যে রাগিব একা পানিতে নেমে যায়। আমরা সবাই পানিতে নামার আগে হঠাৎ দেখি স্রোতে তলিয়ে যাচ্ছে সে। তখন আমরা সবাই পানিতে ঝাপিয়ে পড়ে খুঁজাখুঁজি করতে থাকি। পরে স্থানীয় ব্যবসায়ী ও নৌকার মাঝিরা মিলে ৩০ মিনিট খুঁজাখুঁজি করে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। খবর পেয়ে কোম্পানীগঞ্জ ফায়ারসার্ভিসের লিডার খায়রুল আলমসহ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে লাশ কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
এদিকে উপজেলার পশ্চিম ইসলামপুর ইউনিয়নের কাঠালবাড়ি গ্রামের আব্দুল গফুর মিয়া'র ছেলে আরিয়ান ও মেয়ে মুনসুরা পানিতে ডুবে মারা যায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তারা দু'জন মিলে বাড়ির পাশে খেলা করছিল, হটাৎ অসাবধানতা বশতঃ জলাশয়ে পড়ে যায়। সেখানে পানির গভীরতা থাকায় তারা দুজনেই পানিতে তলিয়ে যায়। তাৎক্ষনিক রাস্তার চলমান লোকজন দু'জনকে উদ্ধার করেন। স্বজনরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত বলে ঘোষনা করেন।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম বদিউজ্জামান এ তথ্য নিশ্চিত করে জানান পানিতে ডুবে মারা যাওয়া দুই শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এবং পর্যটকের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। পরবর্তী আইনিপদক্ষেপ প্রক্রিয়াধীন।