নিজস্ব প্রতিবেদক
আগস্ট ০৬, ২০২৪
১২:২৩ পূর্বাহ্ন
আপডেট : আগস্ট ০৬, ২০২৪
১২:২৩ পূর্বাহ্ন
সিলেট সিটি করপোরেশনের মেয়র ও আওয়ামী লীগ নেতা আনোয়ারুজ্জামান চৌধুরীর বাসভবনে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এসময় মালামালে অগ্নিসংযোগও করে দুর্বৃত্তরা।
সোমবার (৫ আগস্ট) সন্ধ্যা সাতটার দিকে পাঠানটুলা এলাকায় মেয়রের বাসায় এ হামলার ঘটনা ঘটে।
জানা গেছে, সন্ধ্যা সাতটার দিকে মেয়র মো. আনোয়ারুজ্জামানের বাসভবনে হামলা চালানো হয়। এসময় ভবনের ভিতরে গিয়ে জিনিসপত্র ভাঙচুর করা হয়। কিছু জিনিস বাইরে এনে তাতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এছাড়া বাসার পার্কিংয়ে থাকা মেয়রের গাড়িসহ একাধিক গাড়ি ভাঙচুর করা হয়েছে।
এসব তথ্য সিলেট মিরর-কে নিশ্চিত করেছেন সিলেট সিটি করপোরেশনের পিআরও সাজলু লস্কর। তিনি বলেন, ‘বাসায় কেউ না থাকায় ক্ষয়ক্ষতির পরিমাণ এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না।’