খেলা ডেস্ক
জুলাই ২৪, ২০২৪
০৮:০৯ অপরাহ্ন
আপডেট : জুলাই ২৫, ২০২৪
১২:১২ অপরাহ্ন
থিম্পু জাতীয় স্টেডিয়ামে শুরুতেই গোল হজম করে ধাক্কা খান বাংলাদেশের মেয়েরা। আক্রমণভাগের খেলোয়াড়রা প্রথমার্ধে ছিলেন নিষ্প্রভ। বিপরীতে ভুটান সুযোগ পেলেই বাংলাদেশকে চাপে ফেলানোর চেষ্টা করেছে। তবে দ্বিতীয়ার্ধে ভিন্ন রূপে দেখা মেলে সাবিনা-ঋতুপর্ণাদের।
সাগরিকার হ্যাটট্রিকে ঘুরে দাঁড়ানোর গল্প লিখে প্রথম প্রীতি ম্যাচে বাংলাদেশের মেয়েরা জয় তুলে নিয়েছেন ৫-১ ব্যবধানে।
আজ (বুধবার) খেলার ১৩ মিনিটে রক্ষণভাগের ভুলে গোল খেয়ে বসে বাংলাদেশ। গোলরক্ষক রুপনা চাকমার ছোট পাস শিউলি আজিম ক্লিয়ারের চেষ্টা করেও ব্যর্থ হন। সেই বল ধরে দারুণ ফিনিশিং করেন ভুটানি অধিনায়ক পেমা চোদেন শেরিং।
এরপর ইয়েশে বিধার প্রচেষ্টা ক্রসবারে লাগে ফিরে এলে ব্যবধান বাড়েনি স্বাগতিকদের। মধ্য বিরতি থেকে ফিরে আট মিনিটের ঝড়ে ভুটানকে কোণঠাসা করে ফেলে বাংলাদেশ। ৪৮ মিনিটে সাগরিকা এনে দেন সমতা ফেরানো গোল।
পাঁচ মিনিট পর ব্যবধানও বাড়িয়ে নেয় লাল-সবুজের প্রতিনিধিরা।
ছয় গজ বক্সে সাগরিকার ক্রস পেয়ে অনায়াসে জালে পাঠান অধিনায়ক সাবিনা খাতুন। একটু পরই ভুটানের জালে আবার বল পাঠায় পিটার বাটলারের শিষ্যরা। বক্সে ঢুকে বা পায়ের শটে দূরের পোস্টে লক্ষ্যভেদ করেন ঋতুপর্ণা চাকমা। শেষ দিকে ভুটানের জালে দুইবার বল পাঠান সাগরিকা।