নদীর পার থেকে স্কুলশিক্ষিকার লাশ উদ্ধার

সিলেট মিরর ডেস্ক


মে ১৪, ২০২৪
১২:৩৫ অপরাহ্ন


আপডেট : মে ১৪, ২০২৪
১২:৩৭ অপরাহ্ন



নদীর পার থেকে স্কুলশিক্ষিকার লাশ উদ্ধার

নদীর পার থেকে স্কুলশিক্ষিকার লাশ উদ্ধার


হবিগঞ্জের লাখাইয়ে রিবন রুপা দাস (৪০) নামের এক স্কুল শিক্ষিকার লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১২ মে) বিকালে উপজেলার ঝনঝনিয়া নদীর পাড় থেকে লাশটি উদ্ধার করা হয়। রিবন দাশ উপজেলার ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। 

লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে এটি হত্যা না আত্মহত্যা, তা নিয়ে ব্যাপক কানাঘুঁষা। 

এবিষয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের জানান, রোববার বিকেলে মৃত্যুর সংবাদ পেয়ে পুলিশ ঘটনা স্থলে পৌঁছে অজয় দাশের স্ত্রী রিবন রুপা দাসের (৪০) লাশ ঝনঝনিয়া নদীরপার থেকে উদ্ধার করে। এরপর লাশটি হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। 

ওসি বলেন, লাশের পাশ থেকে ৩টি বিষের বোতল উদ্ধার করা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে। 

জিসি / ০৫