সিলেট মিরর ডেস্ক
মে ০৬, ২০২৪
১০:০৯ অপরাহ্ন
আপডেট : মে ০৬, ২০২৪
১০:০৯ অপরাহ্ন
বজ্রপাতে মাদ্রাসা শিক্ষক নিহত
হবিগঞ্জের বাহুবল উপজেলায় বজ্রপাতে দানিছ মিয়া নামে (৫৫) এক মাদ্রাসা শিক্ষক নিহত হয়েছেন। আজ সোমবার সকালে বাড়ির পাশে মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে তিনি মারা যান।
দানিছ মিয়া উপজেলার চলিতাতলা মাদ্রাসার শিক্ষক এবং সাতপাড়িয়া গ্রামের রহিম উল্লাহর ছেলে।
বাহুবল থানার (ওসি) মো. মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, দানিছ মিয়া মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে আহত হন। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রভাংশু সোম মহান জানান, বজ্রপাতে নিহত ব্যক্তির পরিবারকে ২০ হাজার টাকা সহায়তা দেওয়া হবে।
জিসি / ১০