মালিকপক্ষকে ফোন দিল সোমালিয়ার জ ল দ স্যু রা

সিলেট মিরর ডেস্ক


মার্চ ২০, ২০২৪
০৩:১২ অপরাহ্ন


আপডেট : মার্চ ২০, ২০২৪
০৩:১২ অপরাহ্ন



মালিকপক্ষকে ফোন দিল সোমালিয়ার জ ল দ স্যু রা
এমভি আবদুল্লাহ জাহাজ


বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ নিয়ন্ত্রণের পর ২৩ নাবিককে জিম্মি করার ৯ দিনের মাথায় মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে সোমালিয়ার জলদস্যুরা ।

আজ বুধবার (২০ মার্চ) জলদস্যুরা দ্বিতীয় এক পক্ষের মাধ্যমে যোগাযোগ করেছে বলে জানিয়েছে জাহাজের মালিকপক্ষ।

জাহাজের মালিকপক্ষ কবির গ্রুপের মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম আজ দুপুরে বলেন, ‘জলদস্যুরা যোগাযোগ (ফোন) শুরু করেছে। এখন আলোচনার পরিবেশ তৈরি হচ্ছে।’

গত ১২ মার্চ সোমালিয়া উপকূল থেকে ৬০০ নটিক্যাল মাইল দূরে ভারত মহাসাগরে বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ ছিনতাই করে জলদস্যুরা।

তিন দিনের মাথায় নাবিকসহ জিম্মি জাহাজটি সোমালিয়ার উপকূলে নিয়ে যাওয়া হয়। দুই দফা স্থান পরিবর্তন করে জাহাজটি গত শুক্রবার সোমালিয়ার গদভজিরান উপকূলের কাছে নোঙর করে রাখে জলদস্যুরা।


এএফ/০৭