ড. জাকির খাঁন ফুটবলে চ্যাম্পিয়ন জগন্নাথপুর একাদশ

খেলা ডেস্ক


ফেব্রুয়ারি ২০, ২০২৪
০১:৩৪ পূর্বাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ২০, ২০২৪
০১:৩৪ পূর্বাহ্ন



ড. জাকির খাঁন ফুটবলে চ্যাম্পিয়ন জগন্নাথপুর একাদশ


জগন্নাথপুর উপজেলার মেঘনা স্পোর্টিং ক্লাব কালাম্বরপুর-মিলিকগ্রাম আয়োজিত ড. জাকির খাঁন ২য় নক আউট ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে বড় ফেসি জগন্নাথপুর ফুটবল একাদশ। রবিবার বিকালে কালাম্বরপুর-মিলিক গ্রামের পূর্ব মাঠে অনুষ্ঠিত ফাইনালে তারা ২-০ গোলে হারায় এসডি শাহারপাড়াকে।

খেলা শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ক্যানারি ওয়ার্ফ গ্রুপ কমিউনিটি এ্যাফেয়ার্স, বাংলাদেশ ফুটবল এসোসিয়েশন ইউকে’র প্রতিষ্ঠাতা ড. জাকির খাঁন। 

ক্রীড়ানুরাগী মো. দুধু মিয়ার সভাপতিত্বে এবং ধারাভাষ্যকার জুয়েল আহমদ ও আলী হোসেন রানার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আশারকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ুব খান, শাহারপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তৈয়ব কামালী, যুক্তরাজ্যের গিল্ডফোর্ড বারা কাউন্সিলের মেয়র মাসুক মিয়া, এফসি ফুটবল একাডেমী লন্ডনের সাধারণ সম্পাদক সিরাজ মিয়া, যুক্তরাজ্য প্রবাসী আলী হোসেন, দক্ষিণ সুরমা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন রাসেল।

বক্তব্য রাখেন জাতীয় ফুটবল দলের সাবেক ম্যানেজমেন্ট মো. আব্দুস ছাদিক, সমাজসেবী মসুদ মিয়া, আব্দুর রউফ, নজমুল ইসলাম, আল মামুন নুর রসিদ, আলী হায়দার, সমুজ খাঁন, ইউপি মেম্বার শাহজান খাঁন, সাবেক মেম্বার লেবু মিয়া, আশারকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল কয়েছ ইসরাঈল, সাবেক ফুটবলার নানু মিয়া, ষড়পল্লী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ এর অধ্যক্ষ হারুন রশিদ, সমাজসেবী আবু বক্কর, মাসুম আলী, কফিল মাহমুদ, কুয়েল খাঁন, আবিদ মিয়া।

উপস্থিত ছিলেন মেঘনা স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি শাহীন মিয়া, সভাপতি বাদশা মিয়া, সহ সভাপতি আল মামুন, সাধারণ সম্পাদক ফরুক মিয়া, সাবেক সাধারণ সম্পাদক বশির মিয়া, সহ সাধারণ সম্পাদক রাইছ মিয়া, কোষাধ্যক্ষ রকিব আলী, খালিছ মিয়া, তৈয়বুর রহমান, সদস্য কফিল মাহমুদ, মাসুম আলী, দুলাল আহমদ, সাইদুল ইসলাম, ধারাভাষ্যকার নুরুল হক আবু প্রমুখ।

রাতে মেঘনা স্পোর্টিং ক্লাব কালাম্বরপুর-মিলিক গ্রামবাসীর উদ্যোগে সাবেক ফুটবলার নানু মিয়ার বাড়িতে ড. জাকির খাঁনকে সংবর্ধনা প্রদান করা হয়। 

এএন/০১