খেলা ডেস্ক
ফেব্রুয়ারি ১৯, ২০২৪
০৪:২৭ পূর্বাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ১৯, ২০২৪
০৪:২৮ পূর্বাহ্ন
সাফ অনূর্ধ্ব-১৯ এর ফাইনালে ভারতের বিপক্ষে নাটকীয় এক ম্যাচ দেখা গিয়েছিল। নির্ধারিত সময়ে ম্যাচ ড্র হয়। এরপর ১১টি টাইব্রেকার নিয়েও দুই দল সমান সংখ্যক গোল করে।
নিয়ম অনুযায়ী, তাই দুই দলের যৌথ চ্যাম্পিয়ন হওয়ার কথা। কিন্তু ম্যাচ রেফারি ভুল করে টস করে ভারতকে চ্যাম্পিয়ন ঘোষণা করে। যদিও পরে বাতিল করতে হয় তার ওই ভুল সিদ্ধান্ত।
যৌথভাবে সাফ অনূর্ধ্ব-১৯ আসরের চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ ও ভারতের মেয়েরা। তখন শিরোপা সফরকারী ভারত দলকে দিয়ে দেওয়া হয়। নতুন ট্রফি বানিয়ে বাংলাদেশ নারী ফুটবলারদের দেওয়া হবে বলে জানায় সাফ কর্তৃপক্ষ।
অবশেষে, চ্যাম্পিয়ন হওয়ার ১০ দিন পর সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের ট্রফি পেল বাংলাদেশের মেয়েরা। রবিবার বাফুফে ভবনে এক আয়োজন করে তাদের হাতে শিরোপা তুলে দেওয়া হয়।
এএন/০৩