খেলা ডেস্ক
জানুয়ারি ১৭, ২০২৪
০৬:৩০ পূর্বাহ্ন
আপডেট : জানুয়ারি ১৭, ২০২৪
০৬:৩০ পূর্বাহ্ন
ওসমানীনগরের দয়ামীর ইউনিয়নের সরিষপুর গ্রামবাসীর আয়োজনে ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে একই ইউনিয়নের বড়ধিরারাই গ্রামের ফুটবল দল জায়ান এফসি।
সোমবার বেলা সাড়ে ৩টার দিকে খেলা শুরু হয়। ফাইনালে বড় ধিরারাই জায়ান এফসির প্রতিপক্ষ ছিল আমীর হাবিব বালাগঞ্জ। আমীর হাবিব বালাগঞ্জকে ২-১ গোলে হারিয়ে জয় পায় জায়ান এফসি।
খেলা শেষে দলের ফুটবলার ও কর্মকর্তাবৃন্দের হাতে পুরষ্কার তুলে দেন অতিথিবৃন্দ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দয়ামীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস টি এম ফখর উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান ফখর উদ্দিন বলেন, ‘খেলাধূলার মাধ্যমে তরুণ সমাজকে অপরাধ থেকে বিরত রাখা সম্ভব। তাই এরকম টুর্নামেন্ট নিয়মিত আয়োজন করা প্রয়োজন।’ তিনি ইউনিয়ন পরিষদ থেকে যথাসাধ্য সহযোগিতার আশ্বাস দেন।
চ্যাম্পিয়ন টিমের ম্যানেজার মোহাম্মদ নানু মিয়া বলেন, আমাদের টিম বড় ধিরারাই জায়ান এফসি চ্যাম্পিয়ন হওয়াতে আমরা আনন্দিত। আমি আয়োজকদের ধন্যবাদ জানাই একটি সুন্দর ও শান্তিপূর্ণ টুর্নামেন্ট উপহার দিয়েছেন তারা। এটি নিয়মিত চালু রাখার দাবি জানাচ্ছি।
এএন/০১