খেলা ডেস্ক
ডিসেম্বর ১৯, ২০২৩
০৭:২৯ পূর্বাহ্ন
আপডেট : ডিসেম্বর ১৯, ২০২৩
০৭:২৯ পূর্বাহ্ন
সুইজারল্যান্ডের লিওনে সোমবার চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ড্র অনুষ্ঠিত হয়েছে। ওই ড্র’তে ম্যানচেস্টার সিটি, পিএসজি সহজ প্রতিপক্ষ পেয়েছে। ওই তুলনায় অ্যাথলেটিকো মাদ্রিদ, বার্সেলোনার প্রতিপক্ষ কিছুটা কঠিন। রিয়াল মাদ্রিদ কিংবা বায়ার্ন মিউনিখের সামনেও খুব বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে না।
চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় প্রিমিয়ার লিগের ক্লাব আর্সেনাল মুখোমুখি হবে পর্তুগালের ক্লাব পোর্তর। ইতালির ক্লাব নাপোলির মুখোমুখি হবে বার্সেলোনা। গ্রুপ পর্বে বিদায়ের শঙ্কায় পড়ে যাওয়া পিএসজি দুইয়ে থেকে শেষ ষোলোয় পা রাখে। কোয়ার্টার ফাইনালে যাওয়ার লড়াইয়ে লা লিগার রিয়াল সোসিয়েদাদকে পেয়েছে তারা।
ওই হিসেবে গত আসরের রানার্স আপ ইন্টার মিলানের সামনে অপেক্ষা করছে বড় চ্যালেঞ্জ। তারা মুখোমুখি হবে অ্যাথলেটিকো মাদ্রিদের। যদিও লা লিগার ক্লাব অ্যাথলেটিকো গত কয়েক বছর চ্যাম্পিয়ন্স লিগে তেমন ভালো ফুটবল খেলছে না। জার্মানির ক্লাব বরুশিয়া ডর্টমুন্ড খেলবে নেদারল্যান্ডসের পিএসভি’র বিপক্ষে।
জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ শেষ ষোলোর লড়াইয়ে ছোট দলই পেয়েছে বলতে হবে। তারা মুখোমুখি হবে ইতালির ক্লাব ল্যাজিও’র। অন্যদিকে গেল আসরের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি ডেনমার্কের ক্লাব কোপেনহেগেনের মুখোমুখি হবে। আর চ্যাম্পিয়ন্স লিগের সবচেয়ে সমৃদ্ধ দল রিয়াল মাদ্রিদ খেলবে আরবি লাইপজিগের বিপক্ষে।
চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর নিয়ম অনুযায়ী, পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা দল ও দুইয়ে থাকা দলকে দুই পটে রাখা হয়। একই লিগে খেলা দল দ্বিতীয় রাউন্ডে মুখোমুখি হচ্ছে না। আবার গ্রুপ পর্বে একে অপরের মুখোমুখি হওয়া দলও শেষ ষোলোয় প্রতিপক্ষ হচ্ছে না। আগামী ১৩ ফেব্রুয়ারি চ্যাম্পিয়ন্স লিগের নকআউট রাউন্ডের প্রথম লেগ শুরু হবে। দ্বিতীয় লেগ হবে ৫ মার্চ।
চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ড্র:
আর্সেনাল - পোর্ত
বার্সেলোনা - নাপোলি
রিয়াল সোসিয়েদাদ - পিএসজি
অ্যাথলেটিকো মাদ্রিদ - ইন্টার মিলান
বরুশিয়া ডর্টমুন্ড - পিএসভি
বায়ার্ন মিউনিখ - ল্যাজিও
ম্যানচেস্টার সিটি - এফসি কোপেনহেগেন
রিয়াল মাদ্রিদ - আরবি লাইপজিগ
এএন/০২