খেলা ডেস্ক
অক্টোবর ৩১, ২০২৩
০৮:০১ পূর্বাহ্ন
আপডেট : অক্টোবর ৩১, ২০২৩
০৮:০১ পূর্বাহ্ন
নারী ফুটবল বিশ্বকাপের চ্যাম্পিয়ন স্পেন দলের ফুটবলার জেমি হেরমোসোকে চুমু খেয়েছিলেন রয়েল স্প্যানিশ ফুটবল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট লুইস রুবিয়ালেস। ওই ঘটনায় ফিফা তাকে সব ধরনের ফুটবল কার্যক্রম থেকে তিন বছরের জন্য নিষিদ্ধ করেছে। বিবৃতি দিয়ে ফিফা বিষয়টি নিশ্চিত করেছে।
নারী বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার পর স্টেজে আসা ফুটবলারদের আলিঙ্গন করছিলেন রুবিয়ালেস। তবে হেরমোসোর ক্ষেত্রে ঘটে ভিন্নতা। ঠোঁটে চুমু দিয়ে বসেন তিনি। তাৎক্ষনিক কিছু না বললেও ওই নারী ফুটবলার পরে জানান যে, বিষয়টি ভালো লাগেনি তার।
রুবিয়ালেস বরাবর দাবি করে আসছিলেন যে, চুমুর মধ্যে খারাপ কিছু ছিল না এবং দু’জনের সম্মতিও ছিল। তিনি স্পেন ফুটবল অ্যাসোসিয়েশন থেকে পদত্যাগ করতেও অস্বীকার করেন। পরে তাকে বরখাস্ত করা হয়।
বিষয়টি ফিফার শৃঙ্খলা কমিটির কাছে উত্থাপন করা হয়। ফিফার কমিটি রুবিয়ালেসকে দোষী সাব্যস্ত করে তাকে তিন বছরের জন্য নিষিদ্ধ করেছে। কমিটি জানিয়েছে, স্প্যানিশ এই ফুটবল সংগঠক ফিফার শৃঙ্খলা নীতির ১৩ নম্বর ধারা ভেঙেছেন।
এএন/০২/৩১১০২৩