সিলেট মিরর ডেস্ক
অক্টোবর ১০, ২০২৩
০৭:৪৮ অপরাহ্ন
আপডেট : অক্টোবর ১০, ২০২৩
০৭:৪৮ অপরাহ্ন
হবিগঞ্জ শহরের মাহমুদাবাদ থেকে সামছুল হক (১৯) নামে এক তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ১১টার দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।
সামছুল বানিয়াচং উপজেলার খাগাউড়া গ্রামের আনফর উল্লাহর পুত্র। তিনি মাহমুদাবাদ এলাকার শাহজালাল মসজিদ সংলগ্ন মা লেডিস টেইলার্সে কর্মরত ছিল বলে জানা গেছে।
পুলিশ জানায়, সোমবার বিকেলে খাওয়া দাওয়া করার জন্য মা লেডিস টেইলার্স থেকে বাসায় যায় সামছুল হক। পরে সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে আসলেও তার কোন খোঁজ নেই। এক পর্যায়ে স্থানীয় লোকজন তার মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে তারা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার করে।
এ ব্যাপারে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব জানান, কি কারণে ওই যুবক আত্মহত্যা করেছে তা এখনও স্পষ্ট নয়। তবে পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত করছে।