সিলেট মিরর ডেস্ক
অক্টোবর ০২, ২০২৩
০২:১৭ অপরাহ্ন
আপডেট : অক্টোবর ০২, ২০২৩
০৭:২৬ অপরাহ্ন
হবিগঞ্জ জেলার মাধবপুরে প্রবাসীর স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার আসামী মাজহারুল ইসলাম (৩৫) গোপনে বিদেশ পালিয়ে যাওয়ার সময় বিমানবন্দর ইমিগ্রেশনে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে।
রবিবার (১ অক্টোবর) সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর ঢাকা থেকে তাকে আটক করা হয়।
মাজহারুল উপজেলার ধর্মঘর ইউনিয়নের বৈষ্ঠবপুর গ্রামের ফালু মিয়ার ছেলে।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম খান জানান, ধর্মঘর ইউনিয়নের সুলতানপুর গ্রামে গত ২৭ সেপ্টেম্বর দিবাগত রাত একটার দিকে এক প্রবাসীর স্ত্রীর আপত্তিকর ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয়ভীতি দেখিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়। এ ঘটনায় ২৯ সেপ্টেম্বর ভিকটিম বাদী হয়ে মাধবপুর থানায় মামলা দায়ের করেন।
মামলার এজাহারভুক্ত আসামী ছিলেন মাজহারুল ইসলাম। গ্রেপ্তার এড়াতে তিনি গোপনে বিদেশ পালিয়ে যাওয়ার সময় বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করেছে এবং তাকে আনতে ঢাকায় পুলিশ পাঠানো হয়েছে।
এএফ/০৪