সিলেট মিরর ডেস্ক
সেপ্টেম্বর ১৬, ২০২৩
১২:৩১ অপরাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ১৬, ২০২৩
১২:৩২ অপরাহ্ন
তৃণমূল পর্যায় থেকে খেলোয়াড় তৈরী করার লক্ষ্যেই, ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৩-২৪ এর আওতায় সিলেট জেলা ক্রীড়া অফিসের আয়োজনে সিলেট জেলায় প্রমীলা ফুটবল প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বিকালে নগরীর মেন্দিবাগস্থ আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে অনুষ্ঠিত হয় টুনামেন্টের পুরস্কার বিতরণ।
জেলা ক্রীড়া কর্মকর্তা মো. নূর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মাহি উদ্দিন আহমদ সেলিম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মারিয়ান চৌধুরী মাম্মী, সিলেট জেলা ফুটবল এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক দীপাল কুমার সিংহ, কার্যনির্বাহী সদস্য সিরাজ উদ্দিন, সিলেট জেলা খেলোয়াড় কল্যাণ সমিতির সিনিয়র সহ-সভাপতি কামরুল ইসলাম, সালাউদ্দিন রাজু প্রমুখ।
প্রতিযোগিতার ফাইনালে জুম্মন লুসাই স্পোর্টস একাডেমি ২-০ ব্যবধানে সুগন্ধা স্পোর্টস একাডেমি, জৈন্তাপুর সিলেটকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। টুর্নামেন্টটিতে সিলেট জেলার প্রমীলা একাডেমি সমূহ অংশগ্রহণ করে।
এএন/০৩