খেলা ডেস্ক
আগস্ট ২০, ২০২৩
০৯:২৬ অপরাহ্ন
আপডেট : আগস্ট ২০, ২০২৩
০৯:২৬ অপরাহ্ন
যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার (এমএলএস) ও মেক্সিকোর লিগা এমএক্সের ৪৭টি ক্লাব অংশ নিয়েছিল এবারের লিগস কাপে। প্রায় মাসব্যাপী প্রতিযোগিতা শেষে শিরোপা জিতেছে ইন্টার মিয়ামি। ২০১৮ সালে প্রতিষ্ঠিত এমএলএসের ক্লাবটি এই প্রথম কোনো শিরোপা জিতল। আজ রবিবার সকালে ফাইনালে টাইব্রেকারে ১০-৯ গোলে জিতেছে মেসি বাহিনী।
ইন্টার মিয়ামিতে এসেই মেসি পেয়েছেন দলটির অধিনায়কের দায়িত্ব। টুর্নামেন্টজুড়েই তার বাহুতে ছিল অধিনায়কের আর্মব্যান্ড। তবে মিয়ামি শিরোপা জেতার পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মঞ্চে মেসি একা যাননি।
ট্রফি গ্রহণ করতে যাওয়ার আগে খুঁজে বের করলেন দিয়ান্দ্রে ইয়েদলিনকে, যিনি মেসি আসার আগে মিয়ামির অধিনায়ক ছিলেন। মেসি এগিয়ে এসে অধিনায়কের আর্মব্যান্ডটা পরিয়ে দিলেন সাবেক অধিনায়কের হাতে। ইয়েদলিনকে মেসি বলেন, মিয়ামির প্রথম শিরোপাটা তুলে ধরতে।
মেসির এমন আচরণে মুগ্ধ ইয়েদলিন ট্রফি নিয়ে দলের কাছে আসেন, মেসি আসেন তার পেছন পেছন।
এরপর সবাই মিলে ট্রফি নিয়ে মাতেন উদযাপনে। মেসির এমন আচরণে মুগ্ধ নেটিজেনরাও। ওই মুহূর্তের ভিডিও ক্লিপটি এরই মধ্যে হয়েছে ভাইরাল।